kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

২৪ ঘণ্টায় ৩৫ জনের সবার মৃত্যু হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জন মারা গেছেন। এঁদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এ ছাড়া নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ৫৮২ জন আর সুস্থ হয়েছে দুই হাজার ৮৩৯ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে তিন লাখ ২৭ হাজার ৫২৮ জন। এদের মধ্যে মারা গেছে চার হাজার ৩৫১ জন আর সুস্থ হয়েছে দুই লাখ ১১ হাজার ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬.৯৮ শতাংশ, মোট শনাক্তের হার ২০.১৩ শতাংশ, সুস্থতার হার ৬৬.৪৬ শতাংশ, মৃত্যুর হার ১.৩৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ, ১২ জন নারী। এঁদের মধ্যে ঢাকায় ২২ জন, চট্টগ্রাম ও খুলনায় চারজন করে, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে একজন করে এবং সিলেটে দুজন মারা গেছেন। এঁদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা