kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

সেপ্টেম্বরের শেষে আবার বন্যা হতে পারে : এনামুর

নিজস্ব প্রতিবেদক   

২৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেপ্টেম্বরের শেষে আবার বন্যা হতে পারে : এনামুর

আগামী সেপ্টেম্বর মাসের শেষে আবারও বন্যা হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, অক্টোবরে একটি বা দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও আছে। বন্যা নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে অনেক পদক্ষেপ। ফলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি বন্যা সহনীয় রাষ্ট্রে পরিণত হবে। গতকাল আন্ত মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে বন্যা-পরবর্তী সার্বিক বিষয়ে জুমে সাংবাদিকদের ব্রিফিং করার সময় প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। ডা. এনামুর রহমান বলেন, ’৯৮ সালের বন্যার তুলনায় এবার বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম। ওই সময় প্রায় ৪০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার ৩৩টি জেলা। সে সময় বন্যা স্থায়ী হয়েছিল ৬৯ দিন, এবার ৪৬ দিন। দীর্ঘমেয়াদি বন্যা থেকে পরিত্রাণ পেতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা রিলিফ বেইস জায়গা থেকে বের হয়ে দুর্যোগের ঝুঁকি কমাতে চেষ্টা করছি।’

মন্তব্য