kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

ঢাবিতে ‘কালো দিবস’

অনির্বাচিত সরকারের দুরভিসন্ধি ছিল মূল কারণ : উপাচার্য

নিজস্ব প্রতিবেদক   

২৪ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট যা ঘটেছে, সে জন্য তৎকালীন অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকারের দুরভিসন্ধিই দায়ী। ক্যাম্পাসে যে অরাজকতা চালানো হয়েছিল, সেটা ছিল স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আর যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ইউজিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ঢাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া প্রমুখ বক্তব্য দেন। এদিকে দিবসটি উপলক্ষে গতকাল ক্যাম্পাসে কালো ব্যাজ পরার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা