kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

করোনা উপসর্গ

কুমিল্লায় পাঁচ ও ঝালকাঠিতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও ঝালকাঠি প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক দিনে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। মৃতদের তিনজন পুরুষ ও দুজন নারী।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান জানান, মারা যাওয়া পাঁচজনই করোনা সংক্রমণের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজন হলেন কুমিল্লা সদর উপজেলার ভানুরঞ্জন দে (৬০), লাকসাম উপজেলার মিজানুর রহমান (৫০), চান্দিনার আয়েশা বেগম (৫০), নাঙ্গলকোট উপজেলার নূর আহমেদ (৬৫) ও বুড়িচং উপজেলার রমিজ উদ্দিন (৪৫)।

এ ছাড়া ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কবির হোসেন (৫০)। গতকাল সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। গত মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা