kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

সংক্ষিপ্ত

করোনা উপসর্গে আরো ৫ মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে দেশে গত সোমবার ও গতকাল মঙ্গলবার আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কভিড-১৯ ইউনিটে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি নিয়ে তিনজনের মৃত্যু হয়। তাঁরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জের বাতাবাড়িয়ার মকবুল হোসেন (৮০), চান্দিনার গোলাম মোস্তফা (৫৪) ও চাঁদপুরের হাপানিয়ার সফিকুল ইসলাম (৫৯)। চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার হাজি আব্দুল মান্নান (৬০) গতকাল সকালে জেলা সদর হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। হাসপাতালের আরএমও ডা. শামীম কবির জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত আব্দুল মান্নানকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যান সদর উপজেলার আশরাফপুর গ্রামের মকলেছুর রহমান (৬৫)।

মন্তব্যসাতদিনের সেরা