kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

চিরনিদ্রায় আলাউদ্দিন আলী

নিজস্ব প্রতিবেদক   

১১ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচিরনিদ্রায় আলাউদ্দিন আলী

এফডিসিতে গতকাল সুরসম্রাট আলাউদ্দিন আলীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ। ছবি : কালের কণ্ঠ

হৃদয়ছোঁয়া সুরের দীর্ঘজীবন পাড়ি শেষে অনন্তের পথে যাত্রা করলেন সুরসম্রাট আলাউদ্দিন আলী। ভক্ত-অনুরাগী, সতীর্থ, স্বজনদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে গতকাল সোমবার বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।

আলাউদ্দিন আলী গত রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ৬৮ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে তাঁর মরদেহ ছিল বারডেম হাসপাতালের হিমঘরে। সেখান থেকে গতকাল সকাল সাড়ে ১১টায় ক্ষণিকের জন্য মরদেহ আনা হয় বনশ্রীর বাসায়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় খিলগাঁওয়ের মূল বাড়িতে। স্বজনদের অশ্রুসজল বিদায় শেষে বাদ জোহর খিলগাঁও তালতলা মোড়ে নুর-এ-বাগ জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সর্বশেষ এফডিসিতে কর্মমুগ্ধদের শ্রদ্ধায় সিক্ত হন তিনি। ফুলের অর্ঘ্য নিয়ে আসেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সংস্থা, গীতিকবি সংঘ ও সহকারী পরিচালক সমিতির কর্মকর্তারা।

প্রিয় মানুষটির প্রতি আরো শ্রদ্ধা জানান সংগীতশিল্পী কনকচাঁপা, পার্থ বড়ুয়া, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, চিত্রনায়ক ওমর সানী, গীতিকবি কবির বকুল, জুলফিকার রাসেল, চলচ্চিত্রকার মুশফিকুর রহমান গুলজার, মিউজিশিয়ান ফেডারেশনের সভাপতি গাজী আব্দুল হাকিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা ও মেয়ে আলিফ আলাউদ্দিন।

আলিফ আলাউদ্দিন তাঁর বাবার গানের সুর বিকৃত না করার অনুরোধ জানান।

মন্তব্যসাতদিনের সেরা