kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

একাদশে ভর্তি

প্রথম ১২ ঘণ্টায় সাড়ে তিন লাখ আবেদন

কারিগরিতে আবেদন মাত্র ১২ হাজার

নিজস্ব প্রতিবেদক   

১০ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন গতকাল রবিবার শুরু হয়েছে। সকাল ৭ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টায় সাধারণ কলেজগুলোতে রেকর্ডসংখ্যক তিন লাখ ৬৮ হাজার ৬০৪ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

একই সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র ১২ হাজারের মতো আবেদন পড়েছে। কারিগরিতে ভর্তির ক্ষেত্রে তেমন কোনো প্রচার-প্রচারণা না থাকায় আবেদনের ক্ষেত্রে এমন দুরবস্থা বলে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক কালের কণ্ঠকে বলেন, ‘গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম দিনে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। এ ছাড়া এবার আমাদের পেমেন্ট অপারেটর বাড়িয়ে সাতটি করা হয়েছে। এতে সহজেই আবেদন ফি জমা দিতে পারছে শিক্ষার্থীরা। এ ছাড়া সমস্যায় পড়লে হেল্পলাইনে যোগাযোগের সুযোগ রয়েছে শিক্ষার্থীদের।’

জানা যায়, ইন্টারনেটের ধীরগতির কারণে গতকাল সকালে অনলাইনে আবেদন জমা দিতে কিছুটা সমস্যায় পড়ে শিক্ষার্থীরা। পরে অবশ্য সেই সমস্যা কেটে যায়। প্রথম ১২ ঘণ্টায় ঢাকা বোর্ডে আবেদন জমা পড়েছে এক লাখ তিন হাজার ৮০৪টি।

কারিগরি বোর্ড সূত্র জানায়, সাধারণ কলেজে যেখানে সাড়ে তিন লাখ আবেদন সেখানে কারিগরিতে মাত্র ১২ হাজার আবেদন জমা পড়ায় এই খাতের দুরবস্থার চিত্র ফুটে উঠেছে। কারিগরিতে ভর্তির জন্য নানা ধরনের প্রচারণার বাজেট থাকলেও তা এখনো শুরু করতে পারেনি বোর্ড। দ্রুততম সময়ে প্রচারণা শুরু করতে না পারলে শিক্ষার্থী গত বছরের চেয়েও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা