kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

প্রদীপ দাশের স্থলাভিষিক্ত চান্দিনার ওসি ফয়সল

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি   

৯ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রদীপ দাশের স্থলাভিষিক্ত চান্দিনার ওসি ফয়সল

আবুল ফয়সল

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় বরখাস্ত কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন কুমিল্লার চান্দিনা থানার ওসি আবুল ফয়সল। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় এক জরুরি আদেশে গতকাল শনিবার (৮ আগস্ট) টেকনাফ থানার দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে ওসি ফয়সলকে। শুক্রবার এই আদেশ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের ছেলে আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় ওসি হিসেবে যোগ দেন। ১৯৯৩ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেওয়া ফয়সল ২০০৯ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি ফেনীর দাগনভূঞা, কুমিল্লার দাউদকান্দি, তিতাস, হোমনা ও চৌদ্দগ্রাম এবং সর্বশেষ চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

টেকনাফে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার টেকনাফ থানার বহুল বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়। একই দিন রাতে র‌্যাবের করা আবেদনের শুনানি শেষে মেজর (অব.) সিনহা হত্যা মামলায় প্রদীপ, লিয়াকতসহ তিন আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মন্তব্যসাতদিনের সেরা