kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

আগামী সপ্তাহ থেকেই বসছে নিয়মিত হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিম্ন আদালতের পর এবার শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে নিয়মিত বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমের পাশাপাশি চলবে এই নিয়মিত আদালত। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সভার সিদ্ধান্তের আলোকে হাইকোর্ট বেঞ্চ গঠন করা হবে। তবে নিয়মিত আপিল বিভাগ বসার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের মতামত তুলে ধরেন।

মন্তব্যসাতদিনের সেরা