kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

টাকা, সেলাই মেশিন ও ল্যাপটপ বিতরণ করবে মন্ত্রণালয়

বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটাকা, সেলাই মেশিন ও ল্যাপটপ বিতরণ করবে মন্ত্রণালয়

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল (৮ আগস্ট)। দিবসটি উপলক্ষে টাকা, সেলাই মেশিন ও ল্যাপটপ বিতরণ করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রতিমন্ত্রী জানান, বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১০০ ল্যাপটপ এবং ৬৪ জেলায় তিন হাজার ২০০ সেলাই মেশিন ও এক হাজার ৩০০ দুস্থ-অসহায় নারীর মধ্যে দুই হাজার টাকা করে মোট ২৬ লাখ টাকা বিতরণ করা হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন থেকে অনুষ্ঠানে সভাপতি হিসেবে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও অন্য বিশেষ অতিথিরা এবং গোপালগঞ্জ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মহিউদ্দীন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা