kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

করোনা উপসর্গে এক দিনে সাত মৃত্যু কুমিল্লায়

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ (জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে এক দিনে তিন নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার রফিকুল ইসলাম (৬০), একই উপজেলার আবদুল খালেক (৮৫) ও আইনুন নাহার (৬০), দেবীদ্বার উপজেলার লালু মিয়া (৭০) ও শাহিনা আক্তার (৫১), মুরাদনগর উপজেলার মারুফা আক্তার (৩৮) এবং কুমিল্লা সদরের শাকপুরের আবদুল হালিম (৬৪)।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, সাতজনের মধ্যে চারজন আইসিইউয়ে এবং তিনজন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা