kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

জোয়ারে ডুবছে চট্টগ্রামের নিচু এলাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঝড় নেই, বৃষ্টি নেই। শুধু জোয়ারের পানিতেই তলিয়ে গেছে নগরের প্রধান পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের বিভিন্ন সড়ক। এই এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খাল। আবর্জনা ও পলি জমে খালটি প্রায় ভরাট হয়ে যাওয়ায় জোয়ারের পানি উপচে বাণিজ্যিক এলাকায় প্রবেশ করে। একই অবস্থা নগরের মহেশ খালেরও। এর কারণে আগ্রাবাদ সিডিএ আবাসিক ও বন্দর আবাসিক এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়।

গতকাল সারা দিন কোনো বৃষ্টি না হওয়ার পরও দুপুর ২টায় পূর্ণ জোয়ারের সময় নগরের এসব নিচু এলাকায় পানি প্রবেশ করায় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়। চাক্তাই এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘চাক্তাই খাল দিয়ে পানি নিষ্কাশন হতে না পারায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আবার কর্ণফুলী নদীর জোয়ারের পানি খালে সংকুলান না হয়ে উপচে পড়ে খাতুনগঞ্জে প্রবেশ করছে।’ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা খায়রুল আলম জানান, সবচেয়ে পুরনো আবাসিক এলাকা সিডিএতে বৃষ্টি না হলেও মহেশ খালের জোয়ারের পানিতে তলিয়ে যায় এই এলাকার বিভিন্ন সড়ক। নালা-নর্দমার নোংরা পানি প্রবেশ করায় বাসিন্দাদের চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে প্রতিদিন।

মন্তব্যসাতদিনের সেরা