kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

১৪ বছর পর মায়ের কাছে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৪ বছর পর মায়ের কাছে

গুরুদাসপুরে ছেলে হেলালের সঙ্গে মা সাজেদা বেওয়া। ছবি : কালের কণ্ঠ

১৪ বছর পর মাকে ফিরে পেলেন মানসিক প্রতিবন্ধী হেলাল (৪০)। বরিশাল ও নাটোরের দুই ব্যবসায়ীর সহযোগিতায় গতকাল বুধবার গুরুদাসপুরে নিজ বাড়িতে আসেন তিনি। এ সময় ছেলেকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মা। হেলাল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার মৃত আক্কাছ মণ্ডল ও সাজেদা বেওয়ার ছেলে। জানা যায়, ১৪ বছর আগে হারিয়ে যান হেলাল। এর মধ্যে ১২ বছর আগে বরিশালে আসেন তিনি। ঘুরে বেড়াতেন এখানে-সেখানে। ঘরোয়া ও আকাশ হোটেল থেকে তাঁকে মাঝেমধ্যে খাবার দেওয়া হতো। অনেকের টুকটাক কাজও করে দিতেন হেলাল। বরিশাল কোর্ট রোডের নাছির স্টোরের মালিক মো. খোকনের দোকানের পাইকারি মালামালও কিনে দিতেন। একদিন এই ব্যবসায়ী জানতে পারেন হেলালের বাড়ি গুরুদাসপুরে। একপর্যায়ে তাঁর সহযোগিতায় নাটোর সদরের ব্যবসায়ী তারেক মিয়া হেলালকে গুরুদাসপুরে নিয়ে আসেন। পরে তাঁকে চাঁচকৈড় মহল্লায় নিয়ে আসা হয়; কিন্তু হেলাল তাঁর বাড়ি চিনতে পারেননি। তবে মহল্লাবাসী তাঁকে দেখে চিনতে পারে। এভাবেই মাকে ফিরেন পান হেলাল।

মন্তব্যসাতদিনের সেরা