kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

সাত থেকে ১১ ডিজিট হচ্ছে টেলিফোন নম্বর

নিজস্ব প্রতিবেদক   

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারি ল্যান্ডফোন অপারেটর বিটিসিএলের গ্রাহকদের নম্বর সাত ডিজিট থেকে বাড়িয়ে ১১ ডিজিট করা হচ্ছে। প্রাথমিকভাবে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন নম্বরগুলো ১১ ডিজিটে পরিবর্তনের মাধ্যমে এই কাজ শুরু হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮ ও ৯৮৯ গ্রুপের নম্বর পরিবর্তন করা হবে। নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮ ও ৯৮৯ গ্রুপের নম্বরগুলোর শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। আর ৯৮৪ ও ৯৮৫ গ্রুপের নম্বরগুলো নতুন নম্বর দ্বারা পরিবর্তিত হবে।

যেমন—‘৯৮৮৭৪৮৮’ নম্বরটি পরিবর্তিত হয়ে ‘০২ ২২২২-৮৭৪৮৮’ হবে। বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। দেশের বাইরে থেকে কল করতে ডায়াল করতে হবে ‘৮৮ ০২ ২২২২-৮৭৪৮৮’। অর্থাৎ দেশের বাইরে থেকে কল করতে ১৩টি ডিজিট চাপতে হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা