kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

২৪ ঘণ্টায় আরো ৪৮ জনের মৃত্যু সুস্থ ২,৬৬৮ জন

নিজস্ব প্রতিবেদক   

৩১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ৬৯৫ জন, সুস্থ হয়েছে দুই হাজার ৬৬৮ জন। এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৩৭টি। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি। মোট শনাক্ত হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। সুস্থ হয়েছে মোট এক লাখ ৩২ হাজার ৯৬০ জন। মোট মারা গেছে তিন হাজার ৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা ও সিলেট বিভাগে পাঁচজন করে, রাজশাহী বিভাগে তিনজন এবং বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুজন করে রয়েছেন। এঁদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ১২ জন। হাসপাতালে মারা গেছেন ৪১ জন আর বাড়িতে মারা গেছেন সাতজন।

মন্তব্য