kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

হেলিকপ্টারে ঢাকায় পবিপ্রবির অসুস্থ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল   

১৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার উপসর্গ নিয়ে অসুস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশীদকে গতকাল মঙ্গলবার বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। জ্বর ও কাশিতে আক্রান্ত তাঁর স্ত্রী কনিকা মাহফুজকেও একই হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। পরে তাঁদের দুজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। আইএসপিআর এ কথা জানিয়েছে। জানা গেছে, অধ্যাপক রশীদ ও তাঁর স্ত্রী গত সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দিয়েছেন। গতকাল রাতে এর রিপোর্ট পাওয়ার কথা।

পবিপ্রবির অধ্যাপক আ ক ম মোস্তফা জামান কালের কণ্ঠকে বলেন, উপাচার্য ও তাঁর স্ত্রী কয়ের দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন। গতকাল সকালে সন্তানসহ তাঁরা সড়কপথে পটুয়াখালী যান। পরে সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পুরাতন বিমানবন্দর থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় যান।

 

মন্তব্যসাতদিনের সেরা