kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

পাপুলকাণ্ডের মধ্যেই কুয়েতে নতুন রাষ্ট্রদূত আশিকুজ্জামান

কূটনৈতিক প্রতিবেদক   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাপুলকাণ্ডের মধ্যেই কুয়েতে নতুন রাষ্ট্রদূত আশিকুজ্জামান

এমপি কাজী শহিদ ইসলাম পাপুল কেলেঙ্কারির মধ্যেই কুয়েতে নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত এস এম আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রদূত হিসেবে এস এম আবুল কালামের চুক্তির মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে। মানবপাচার, অর্থপাচার ও শ্রমিক নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হয়ে কুয়েতের কারাগারে থাকা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের বিষয়ে এক মাসের বেশি সময়েও কুয়েত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য ঢাকায় জানাতে পারেননি বর্তমান রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি কুয়েতে নতুন রাষ্ট্রদূত পাঠানোর কথা সাংবাদিকদের জানিয়েছিলেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

মন্তব্যসাতদিনের সেরা