kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

প্রতিদিন গড়ে ১৭ জনের কম নমুনা দিচ্ছে ওয়ারীতে

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত রাজধানীর ওয়ারী এলাকার বাসিন্দাদের পরীক্ষার জন্য নমুনা দেওয়ার হার খুব কম। গত শনিবার পর্যন্ত আট দিনে ১৩৪ জন নমুনা দিয়েছে। এর মধ্যে গত শুক্রবার পর্যন্ত নমুনা দেওয়াদের ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে শুক্রবার পর্যন্ত ৫১ জনের করোনা পজিটিভ এসেছে। এদিকে লকডাউন বাস্তবায়নে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

ওয়ারীতে গত ৪ জুলাই লকডাউন কার্যকর হওয়ার প্রথম দিনে ১৬ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছে। এরপর ৫ তারিখে ১৯ জন, ৬ তারিখে ১৬ জন, ৭ তারিখে ১৮ জন, ৮ তারিখে ২৬ জন, ৯ তারিখে ১০ জন, ১০ তারিখে ১৫ জন এবং ১১ তারিখে ১৪ জন বাসিন্দা করোনা পরীক্ষা করিয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা