kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

পাপুলের স্ত্রী শ্যালিকাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুদ্রা ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী কুমিল্লার সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম ও তাঁর শ্যালিকা ইয়াসমিন প্রধানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নোটিশে সেলিনা ইসলাম ও ইয়াসমিন প্রধানকে আগামী ২০ জুলাই সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।  

অভিযোগ রয়েছে, পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম মানবপাচারের টাকার জোরে কুমিল্লায় এমপি হওয়াসহ স্থানীয় এলাকায় বালু মহাল অবৈধভাবে কাটার কারণে পাঁচ শতাধিক মানুষ নদী ভাঙনের শিকার হয়েছে। শত শত বিঘা জমি অন্যায়ভাবে কেটে নিয়েছে সেলিনা ইসলাম ও তাঁর স্থানীয় ক্যাডার বাহিনী। আর বোন সেলিনা ইসলামের প্রভাব খাটিয়ে ইয়াসমিন প্রধান কুমিল্লা উপজেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে বালু মহাল নিয়ন্ত্রণসহ নানাভাবে সম্পদের পাহাড় গড়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা