kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

ফজলে কবির গভর্নর থাকতে পারবেন আরো দুই বছর

নিজস্ব প্রতিবেদক   

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স বাড়ানোর বিল জাতীয় সংসদে পাস করা হয়েছে। যদিও বিরোধী দলের সংসদ সদস্যরা এর বিরোধিতা করেন। গতকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অ্যাক্ট-২০২০’ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা জনমত যাচাই ও বাছাই কমিটিতে বিলটি পাঠানোর প্রস্তাব করেন। ওই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, রওশন আরা মান্নান ও পীর ফজলুর রহমান এবং বিএনপির মো. হারুনুর রশীদ। বিরোধীদলীয় সংসদ সদস্যরা বলেন, একজন বিশেষ ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাখতে এই বিল আনা হয়েছে। অথচ তিনি আর্থিক খাত সংস্কারে ব্যর্থ হয়েছেন। তাঁরা বলেন, বর্তমান গভর্নর ও আগের গভর্নর—দুজনই দায়িত্ব পালনে ব্যর্থ। তাঁদের মেয়াদে বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার হয়েছে। সেই টাকা এখনো ফেরত আনা যায়নি। তাই বয়স না বাড়িয়ে নতুনদের সুযোগ দেওয়া উচিত।

 

মন্তব্য



সাতদিনের সেরা