বাবাকে শেষবিদায় দিতে দেশে ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে এন্ড্রু জুনিয়র সপ্তক। তিনি অস্ট্রেলিয়া থেকে গত বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে এসে পৌঁছেন রাজশাহীতে।
বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠ রাজশাহী নগরের রানীবাজার এলাকার বাসিন্দা শরিফুল আলম বাবু। তিনি কালের কণ্ঠকে বলেন, এখন এন্ড্রু কিশোরের মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞার জন্য অপেক্ষা। সংজ্ঞাও অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফেরার চেষ্টায় আছেন। বিমানের টিকিট পেলে ১৪ জুলাই দেশে ফিরবেন তিনি। এরপর ১৫ জুলাই শেষকৃত্য হবে ঢালিউডের প্লেব্যাকসম্রাট এন্ড্রু কিশোরের।
মন্তব্য