kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ডিমলায় ফের বন্যার ভয়

নীলফামারী প্রতিনিধি   

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনীলফামারীতে কমা-বাড়ার ছকে ঘুরপাক খাচ্ছে তিস্তার পানিপ্রবাহ। গতকাল বৃহস্পতিবার সকালে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপত্সীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। গত বুধবার দুপুর ১২টার দিকে সেখানে পানিপ্রবাহ ছিল ২৫ সেন্টিমিটারের নিচে। টানা ১৪ দিন ধরে নদীর পানি একবার কমছে তো আরেকবার বাড়ছে। এর ফলে বিপাকে পড়েছে ডিমলার পাঁচ হাজার পরিবার। এবার গত ২৬ জুন প্রথম তিস্তার পানি বিপত্সীমা অতিক্রম করে। সেদিন সকাল থেকে বিপত্সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে অব্যাহত থাকে ২৮ জুন পর্যন্ত। পরদিন ২৯ জুন পানি কমতে শুরু করলেও ৪ জুলাই দ্বিতীয় দফায় বিপত্সীমা অতিক্রম করে ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে গত সোমবার বিপত্সীমার ৬০ সেন্টিমিটার নিচে নামে। সোমবারের চেয়ে পরদিন মঙ্গলবার সেখানে ৪০ সেন্টিমিটার পানি বেড়ে বিপত্সীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েন্টে নদীর পানির বিপত্সীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।

এদিকে সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনার পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে পানি ১৮ সেন্টিমিটার কমে বিপত্সীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম।

 

মন্তব্যসাতদিনের সেরা