kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

করোনায় শিশুসাহিত্যিক আলম তালুকদারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় শিশুসাহিত্যিক আলম তালুকদারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রখ্যাত শিশুসাহিত্যিক, ছড়াকার ও মুক্তিযোদ্ধা আলম তালুকদার মারা গেছেন। গতকাল বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আলম তালুকদারের মেয়ে আফিয়া নূর জানান, গত শনিবার তাঁর বাবার নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। এ ছাড়া হার্টে ছয়টা ব্লক ছিল, ডায়াবেটিসও ছিল। মঙ্গলবার রাতে তাঁকে যখন সিএমএইচে ভর্তি করানো হলো, তখন নিজেই হেঁটে গেলেন। কিন্তু গতকাল সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আলম তালুকদারের জন্ম ১৯৫৬ সালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গালা গ্রামে। তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরগ্রহণ করেন।

মন্তব্যসাতদিনের সেরা