kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

চট্টগ্রামে ২৯ দিনে মৃত্যু বেড়েছে ৫১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে ২৯ দিনে মৃত্যু বেড়েছে ৫১ শতাংশ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের সময়ের তুলনায় গত ২৯ দিনে মৃত্যুহার বেড়েছে ৫০.৯৮ শতাংশ। এ সময়ে করোনা সংক্রমণ বেড়েছে ৬১.৩২ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রামে গত ৩ এপ্রিল থেকে গত ৮ জুন পর্যন্ত ৬৭ দিনে মোট আক্রান্ত হয় চার হাজার ১৬৭ জন এবং মারা যায় ১০০ জন। আর গত ৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সর্বশেষ ২৯ দিনে মারা গেছে ১০৪ জন। এ ছাড়া সর্বশেষ ওই সময়ে করোনা আক্রান্ত ছয় হাজার ৬০৫ জন শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত মঙ্গলবার চট্টগ্রামের ছয়টি ল্যাবে এক হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করে ২৯৫ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

মন্তব্যসাতদিনের সেরা