kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

বগুড়া উপনির্বাচনে একাই ছুটছেন আ. লীগ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী ১৪ জুলাই বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে। উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই করোনার ঝুঁকি মাথায় নিয়ে প্রচারে নেমেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী। তবে বিএনপি এবং অন্য স্বতন্ত্র চার প্রার্থীর কেউই মাঠে নেই এখন পর্যন্ত। অবশ্য আগেই বিএনপি ঘোষণা দিয়েছে, তারা করোনা আর বন্যার কারণে এই উপনির্বাচনে অংশ নেবে না। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ বলেন, করোনাভাইরাস সংক্রমণ ও বন্যায় মানুষের দুর্ভোগ উপেক্ষা করে ভোটগ্রহণের আয়োজন করায় এই উপনির্বাচনে অংশগ্রহণ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এদিকে নির্বাচন কমিশন আগামী ১৪ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত জানানোর পর পরই নৌকায় ভোট চেয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ পদপ্রার্থী শিল্পী ও তাঁর সমর্থকরা। এরই মধ্যে গত রবিবার থেকে সোনাতলায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও চালুয়াবাড়ি ইউনিয়ন ও সারিয়াকান্দি উপজেলার একাধিক স্থানে গণসংযোগ করেছেন শিল্পী। তিনি বলেন, ছয় মাস ধরে এলাকায় নির্বাচিত সংসদ সদস্য নেই।

 

মন্তব্যসাতদিনের সেরা