kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

উপনির্বাচন পেছানোর দাবি বিএনপির ইসির না

নিজস্ব প্রতিবেদক   

৮ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংসদের বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) ও যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচন পেছাতে বিএনপির দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি চিঠি নিয়ে নির্বাচন ভবনে যান। সিইসি বরাবর লেখা ওই চিঠি তিনি ইসি সচিবের কাছে হস্তান্তর করেন। চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির মধ্যে নির্বাচন করা জনস্বাস্থ্যের জন্য ‘ক্ষতিকর ও চরম হুমকি’। এর সঙ্গে রয়েছে দেশের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যা। এমন পরিস্থিতিতে উপনির্বাচন করার সিদ্ধান্ত ‘সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রণযোগ্য’ মন্তব্য করে উপনির্বাচনের তারিখ পুনর্বিবেচনার কথা বলা হয় বিএনপি মহাসচিবের চিঠিতে। এ ব্যাপারে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর গতকাল দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন পেছানোর সুযোগ নেই। কারণ এখন নির্বাচন পেছালে সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা যাবে।’

 

মন্তব্যসাতদিনের সেরা