kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

৭ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার নাফ নদের তীরে এ ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, ওই দুজন ইয়াবা পাচারকারী ছিলেন। নিহতরা হলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আলম এবং বালুখালী ক্যাম্পের ইয়াছিন। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, হ্নীলা বিওপিসংলগ্ন ওয়াব্রাং নানিরবাড়ী সীমান্ত দিয়ে ইয়াবার এক বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোককে নাফ নদ সাঁতরে দেশের সীমান্তে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। কিন্তু তারা সংকেত অমান্য করে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ইয়াবা পাচারকারীরা পিছু হটে এবং ওই দুজন গুলিবিদ্ধ হন।

মন্তব্য