kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

চিরনিদ্রায় শায়িত শওকত আলী বীরপ্রতীক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজর (অবসরপ্রাপ্ত) বীরপ্রতীক শওকত আলীর লাশ চট্টগ্রামের গরীব উল্লাহ শাহ মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। এর আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের মেজর আবু সাঈদ জানান, চট্টগ্রাম সেনানিবাসে গতকাল সকাল ১১টার দিকে মেজর (অবসরপ্রাপ্ত) শওকত আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ২৪ পদাতিক ডিভিশনের জিওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে গার্ড অব অনার দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  গত শনিবার বিকেলে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৬৮ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, লিভার ও কিডনির রোগে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মন্তব্য