kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

পাটগ্রাম সীমান্তে যুবকের লাশ উদ্ধার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি   

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ধরলা নদী থেকে গতকাল সন্ধ্যা ৬টার দিকে মো. তরিফুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। তরিফুল উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী এলাকার আজিজুল ইসলামের ছেলে।

গতকাল ধরলা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বুড়িমারী বিজিবি ক্যাম্পে খবর দেয়। এরপর বিজিবি ও পুলিশ লাশ উদ্ধার করে পাটগ্রাম থানায় নিয়ে আসে। তরিফুলের ছোট ভাই শরিফুল ইসলাম লাশ শনাক্ত করেন। তরিফুলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে তাঁর স্বজনরা।

তরিফুলের মামাতো ভাই রাবিউল ইসলাম জানান, আমবাড়ী গ্রামের গরু ব্যবসায়ী সামিনুর ইসলাম গত বুধবার তরিফুলসহ ছয়-সাতজনকে ভারত থেকে গরু আনার জন্য দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাঠায়। গত শুক্রবার ভোরে গরু আনার সময় তরিফুল নিখোঁজ হয়। গতকাল ধরলা নদীতে তাঁর লাশ পাওয়া যায়।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, তরিফুলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্যসাতদিনের সেরা