kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

এম এ হক করোনা আক্রান্ত ছিলেন

সিলেট অফিস   

৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএম এ হক করোনা আক্রান্ত ছিলেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ছিলেন।

গত শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর করোনা শনাক্তের বিষয়টি জানা যায়। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত মঙ্গলবার এম এ হককে সিলেটের বেসরকারি নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

করোনার শনাক্তকরণ পরীক্ষার জন্য বৃহস্পতিবার তাঁর শরীরের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। রাতে বালাগঞ্জে জানাজা শেষে গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা