kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

মেহেরপুরে নতুন ডিসি যোগদানের আগেই রদবদল

নিজস্ব প্রতিবেদক   

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক সপ্তাহের মাথায় মেহেরপুরের ডিসি বদলের সিদ্ধান্ত নিল সরকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মেহেরপুরের নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে মুনসুর আলম খানকে। তিনি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত অবস্থায় ডিসি পদায়ন পেলেন। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলামকে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৫ জুন দেশের ৯ জেলায় সাতজন নতুন ডিসি নিয়োগ ও দুই ডিসির জেলা বদল করে সরকার। এর মধ্যে মেহেরপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল মন্ত্রিপরিষদবিভাগের উপসচিব শহিদুল ইসলাম চৌধুরীকে।

মন্তব্যসাতদিনের সেরা