kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ করোনা পরীক্ষা ও শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে গত সোমবার এক দিনে সর্বোচ্চ ৪৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন রবিবার সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ৩৪৬ জন। সোমবার সর্বোচ্চ এক হাজার ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া এ দিন বিভিন্ন হাসপাতাল থেকে সর্বোচ্চ ৫৯ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে গত সোমবার পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত মোট রোগী দাঁড়াল আট হাজার ৪৮০ জনে। এর মধ্যে নগরে পাঁচ হাজার ৮৩৯ জন ও জেলায় দুই হাজার ৬৪১ জন। সোমবার ৫৯ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ২৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা যাওয়া ১৭৩ জনের মধ্যে নগরে রয়েছে ১৩৩ জন। অন্য ৪০ জন জেলায়। চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, সোমবার চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১৪৮৪টি নমুনা পরীক্ষা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা