kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

ফরিদপুরে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার রাতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ফরিদপুরে এই প্রথম একজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

মৃত হাফিজুর রহমান এসআই হিসেবে ফরিদপুর সদরে কর্মরত ছিলেন। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ঘাষিয়ারা গ্রামের মৃত মো. রজব আলী মোল্লার ছেলে। হাফিজুরের করোনার উপসর্গ দেখা দিলে গত বৃহস্পতিবার তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। গত রবিবার তাঁর করোনা পজিটিভ নিশ্চিত হওয়া যায়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার ইন পালস হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার রাতে মারা যান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা