kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

করোনায় প্রতিরক্ষা সচিবের মৃত্যু

প্রাণ হারালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় প্রতিরক্ষা সচিবের মৃত্যু

মোহসীন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী (৫৮) মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। করোনা সংক্রমণে একই দিন একই হাসপাতালে প্রাণ হারিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে থাকা এবং  প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল নাসের চৌধুরীর আপন ভাই আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। তিনি ১৯৬১ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বেশ কয়েক দিন যাবৎ অসুস্থ থাকা প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রথমে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। চলতি বছরের ১২ জানুয়ারি প্রতিরক্ষাসচিব হিসেবে যোগদান করেন তিনি। গত ১৪ জুন জ্যেষ্ঠসচিব হিসেবে পদোন্নতি পান ’৮৫ ব্যচের এ কর্মকর্তা।

প্রাণ হারালেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী : এদিকে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু (৭৩)। গতকাল সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন সিএমএইচে ভর্তি হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরলেও লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

লায়লা আরজুমান্দ বানু ১৯৪৯ সালের ৬ জানুয়ারি গাজীপুরে জন্মগ্রহণ করেন।

মন্তব্যসাতদিনের সেরা