kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল চট্টগ্রাম শহরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৯ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ১৭৮ জন। এর মধ্যে চট্টগ্রাম শহরে ১০৩ জন এবং চট্টগ্রাম জেলায় রয়েছে ৭৫ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরো চারজন। এর মধ্যে চট্টগ্রাম শহরে তিনজন এবং জেলায় রয়েছে একজন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি গতকাল বৃহস্পতিবার জানান, গত বুধবার চট্টগ্রামের পাঁচটি এবং কক্সবাজার ল্যাবে মোট ৭৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে নতুন করে ১৭৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গতকাল পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগী পাঁচ হাজার ৭৬৩ জন। এর মধ্যে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চারজনসহ এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১৩১ জন মারা গেছে। এর মধ্যে চট্টগ্রাম শহরে ১০২ জন এবং জেলায় ২৯ জন রয়েছে। গতকাল পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে মোট ৫৩৮ জন।

মন্তব্যসাতদিনের সেরা