kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

করোনায় সাংবাদিকের মাসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৭ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র ফটো করেসপন্ডেট উজ্জ্বল ধরের মা লীলা রানী ধরসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে লীলা রানী ধর (৭৬) এবং সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ফরহাদ (৩৩) নামের এক যুবক মারা যান।

সাংবাদিক উজ্জ্বল ধর জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, অ্যাজমাসহ নানা রোগে ভুগছিলেন। গত ১ জুন রাতে তাঁর করোনাভাইরাস পজিটিভ আসে। ওই দিনই তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ফরহাদের বাসা নগরীর বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকায়। করোনাভাইরাসের পাশাপাশি ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

মন্তব্য