kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

ভারি বর্ষণের আভাস আজ

নিজস্ব প্রতিবেদক   

৫ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারত উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাবে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও ভারি বর্ষণও হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা বায়ু প্রবাহের সঙ্গে পূবালী বায়ুর সংমিশ্রণে আজ শুক্রবার দেশের বিভিন্ন জেলায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ ভারি বর্ষণ হতে পারে। কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারি বর্ষণ হতে পারে। আবার কোথাও অতি ভারি অর্থাৎ ৮৯ মিলিমিটারেরও বেশি বর্ষণ হতে পারে। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যাবে। আবহাওয়া অফিস আরো জানায়, গতকাল ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে, যা সর্বোচ্চ। এ ছাড়া তাড়াশে ৭৬ মিলিমিটার, নেত্রকোনায় ৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাজশাহী, রংপুর, বরিশাল, ঢাকাসহ দেশের সব বিভাগেই বৃষ্টি হবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা