kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

ত্রুটিপূর্ণ কিট ফেরত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করোনা পরীক্ষায় যেতে পারেনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৫ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনা পরীক্ষার ল্যাবে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের কিট ত্রুটিপূর্ণ থাকায় করোনা পরীক্ষা শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পুনরায় ভালো কিট পাঠালে পরীক্ষা শুরু করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক হাজার ৫০০ পিসিআর কিট ত্রুটিপূর্ণ থাকায় ফেরত পাঠানো হয়েছে। পুনরায় ভালো কিট পাঠালে আবার নমুনা পরীক্ষা শুরু হবে।

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলা থেকে পাঠানো নমুনা পরীক্ষা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ল্যাবে।

মন্তব্যসাতদিনের সেরা