kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

ইউনাইটেডের ব্যাখ্যা জানতে চায় হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক   

৩ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঁচজন রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনা সম্পর্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশের মহাপরিদর্শকের বক্তব্য একই সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে। এদিকে আদালত বলেছেন, ক্ষতিপূরণের জন্য ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য হাইকোর্টে আবেদন করলে সে বিষয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে করা এক রিট আবেদনের ওপর শুনানি শেষে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ব্যারিস্টার শাহিদা সুলতানা শিলার করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত।

মন্তব্যসাতদিনের সেরা