kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

চট্টগ্রামে করোনা রোগী প্রায় তিন হাজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে আরো ১১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৯১ জন এবং জেলার অন্যান্য স্থানের ২৭ জন রয়েছেন। গত রবিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে রবিবার পর্যন্ত চট্টগ্রামে দুই হাজার ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছে ৭৪ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে রবিবার ২৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায় ৯৫ জনের।

মন্তব্যসাতদিনের সেরা