kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

করোনায় মারা গেলেন মোস্তফা কামাল সৈয়দ

নিজস্ব প্রতিবেদক   

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মারা গেলেন মোস্তফা কামাল সৈয়দ

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ (৭৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেলটির অনুষ্ঠান ও যোগাযোগ বিভাগের নির্বাহী কর্মকর্তা পাভেল ইসলাম। পাভেল ইসলাম জানান, গতকাল সন্ধ্যার পর বনানী কবরস্থানে মোস্তফা কামাল সৈয়দের লাশ দাফন করা হয়। এ সময় বিভিন্ন সংঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, মোস্তফা কামাল সৈয়দকে গত ১১ মে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য