kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

নোয়াখালীতে মা ও মেয়ের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি   

৩০ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালী সদর উপজেলায় মা ও তাঁর আড়াই বছরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শল্লা গ্রামের কাজিরটেক এলাকায় পুকুরসংলগ্ন গাছের সঙ্গে মায়ের লাশ এবং পুকুরটিতে ভাসমান অবস্থায় মেয়ের লাশ উদ্ধার করা হয়। মৃতরা হলো ওই এলাকার আকবর আলী বাবরের স্ত্রী বিবি মরিয়ম (২৬) ও সানজিদা আক্তার। নিহত মরিয়মের ভাই মো. আব্দুল করিমের অভিযোগ, সানজিদা জন্ম নেওয়ার দুই মাস আগে থেকে মরিয়ম বাবার বাড়িতে ছিলেন। ওই সময় বাবর এক স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক করেন। এ নিয়ে এলাকায় একটি সালিস হলেও ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি বাবর। মরিয়ম এ বিষয়ে কিছু বলতে গেলে বড় দুই ছেলে সুজন (৬) ও সোহানের (৪) সামনে শারীরিক নির্যাতন করতেন বাবর। গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময় বাবর তাঁর পরিবারের লোকজনের সহায়তায় মরিয়ম ও সানজিদাকে হত্যা করেন।

মন্তব্যসাতদিনের সেরা