kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

বীরগঞ্জে নদীতে নেমে দুই ছাত্রের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি   

৩০ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে এক কলেজ ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত ছাত্ররা হলো ঠাকুরগাঁও জেলার গড়েয়া সরকারপাড়ার নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছাত্র সৌরভ ইসলাম (১৮) ও ঠাকুরগাঁও জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র রাহিম ইসলাম (১৬)। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টায় ওই খেয়াঘাট থেকে সৌরভ ইসলামের লাশ এবং বিকেল ৫টায় রাহিমের লাশ উদ্ধার হয়। খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজমুল হক জানান, নদীটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। দুপুর দেড়টায় পাঁচ-ছয়জন বন্ধুসহ সৌরভ ও রাহিম খেয়াঘাটে নদীতে গোসল করতে নামে। এ সময় তারা নিখোঁজ হয়।

মন্তব্যসাতদিনের সেরা