kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

করোনায় আরেক অতিরিক্ত সচিবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আরেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব ও তথ্য কমিশনের সাবেক সচিব তৌফিক আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গত ৯ মে করোনাভাইরাসে মারা গেছেন সাবেক সচিব গৌতম আইচ সরকার। এরও আগে প্রশাসন ক্যাডারের উপসচিব জালাল সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া শামসুল কিবরিয়া নামের আরেকজন সাবেক অতিরিক্ত সচিব মারা গেছেন। এ নিয়ে সাবেক ও বর্তমান মিলিয়ে প্রশাসন ক্যাডারের চারজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল শুক্রবার কালের কণ্ঠকে বলেন, তৌফিক আলম বেশ কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । তাঁকে আইসিইউ সুবিধা ও প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার তাঁর অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। কিন্তু গতকাল তিনি মারা যান। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

বিসিএস ৮৬ ব্যাচের কর্মকর্তা তৌফিক আলম তথ্য কমিশনের সচিবের পদ থেকে গত ফেব্রুয়ারি মাস থেকে পিআরএলে ছিলেন। তাঁর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহ্মুদ।

মন্তব্যসাতদিনের সেরা