স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ সাংবাদিক সুমন মাহমুদ রাজধানীর আসগর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল ৪টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবার্তায় সাবেক জাসদ নেতা, প্রবীণ সাংবাদিক সুমন মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
ষাটের দশকে ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএলএফের সদস্য হিসেবে অংশ নেন মুক্তিযুদ্ধে। পরে জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে জাসদের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর তিনি সক্রিয় দলীয় রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে যুক্ত ছিলেন।
মৃত্যুপূর্ব সময়ে তিনি অবসর জীবন যাপন করছিলেন। তাঁর স্ত্রী প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ।
মন্তব্য