পীর শাহ মোখলেছুর রহমান
মানিকগঞ্জের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত সুফি সাধক ও ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের গদিনসীন পীর শাহ মোখলেছুর রহমানের কুলখানি আজ শনিবার। এ উপলক্ষে বাদ আসর গড়পাড়া ইমামবাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। করোনার স্বাস্থ্যবিধির কারণে মরহুমের পরিবারের পক্ষ থেকে স্বল্প পরিসরে কুলখানির আয়োজন করা হয়েছে। মোখলেছুর রহমান (৮১) গত ২০ মে ভোরে বার্ধক্যজনিত কারণে গড়পাড়া ইমামবাড়িতে মারা যান। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য