kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

পবিত্র জুমাতুল বিদা পালিত

নিজস্ব প্রতিবেদক   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গতকাল শুক্রবার সারা দেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে গতকাল মসজিদে মসজিদে জুমার নামাজে অংশ নেয় রোজাদার মুসল্লিরা।

রমজান মাসের সর্বোত্তম রজনী লাইলাতুল কদর আর সর্বোত্তম দিবস জুমাতুল বিদা, যা মাহে রমজানের পরিসমাপ্তিসূচক শেষ শুক্রবার পালিত হয়। মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। জামাতে জুমাতুল বিদার নামাজ আদায়ের জন্য প্রতিবছর রাজধানী ঢাকাসহ সারা দেশেই মসজিদগুলোতে অসংখ্য মুসল্লির ভিড় হয়।

এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিরাপদ দূরত্ব মেনে বিভিন্ন মসজিদ পূর্ণ হয়ে রাস্তা পর্যন্ত মুসল্লিদের সমাগম হয়। মসজিদের বারান্দা, ছাদ, এমনকি আশপাশের রাস্তায় দাঁড়িয়েও মুসল্লিরা নামাজ আদায় করেছে। রাজধানীসহ সারা দেশের সব মসজিদের চিত্র প্রায় একই রকম ছিল।

মন্তব্য