ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কয়েক শ লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক ‘মানববন্ধন’ নিয়ে স্থানীয় জনমনে করোনা সংক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে। নতুন করে সোনালী ব্যাংকের ম্যানেজারসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হওয়ায় এ আতঙ্ক দেখা দেয়। এদিকে মানববন্ধনে অংশ নেওয়া লোকজনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করার পরও কেন এই মানববন্ধন?’
মন্তব্য