kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

ক্যাপ্টেন তাজ

ঝড়ে আগাম প্রস্তুতি ছিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের আগাম পদক্ষেপের কারণে ক্ষতির পরিমাণ কম হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় এবারও সরকার দক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারে বসিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু প্রমুখ।

ছয় হাজার ৯০০ জনকে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাল, নগদ অর্থ ও ২৬ হাজার শাড়ি-লুঙ্গি এবং জাকাতের ১৩ লাখ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা