kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্ষতিগ্রস্তদের পাশে এমপি জ্যাকব

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর আজাহার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণ ও ঈদসামগ্রী তুলে দিচ্ছেন এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ছবি : কালের কণ্ঠ

উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও আর্থিক সহায়তা দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

গতকাল সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এমপি জ্যাকব।

এ সময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি বলেন, ‘যেকানো দুর্যোগ ও মহামারিতে আওয়ামী লীগ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’  

মন্তব্যসাতদিনের সেরা